“আমি একটা Loser. আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার জীবনে কোনো ক্যারিয়ারই নেই।
কেন বার বার ব্যর্থ হতে হবে জীবনে? কেন পছন্দের ক্যারিয়ার গঠন করতে পারছি না?”
কি? এই কথা গুলো খুবই কমন, তাই না?
আমাদের এই জেনারেশন সবচেয়ে বেশি হতাশায় ভুগতে থাকে সঠিক ক্যারিয়ার গাইডলাইন, ক্যারিয়ার মোটিভেশনের অভাবে।
ক্যারিয়ার নিয়ে এই হতাশায় ডুবে থাকা জেনারশনের জন্য “সার্চ আইটি” চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবে সেরা ৫ টি Career Development বই নিয়ে। যে বই গুলো আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে, নতুন করে ক্যারিয়ার গঠন করতে এনার্জি দিবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বইগুলো আপনার জীবনকে ৩৬০ ডিগ্রী এংগেলে ঘুরিয়ে দিবে ভিডিওটির মাধ্যমে। তাই দেরি না করে like, comment, subscribe করে “সার্চ আইটি” এর পাশে থাকুন।
১. রোড টু সাকসেস by সত্যজিৎ চক্রবর্তী
“হতাশার চৌকাঠ পেরিয়ে যখন আপনি বলছেন চাকরি নেই, কিন্তু তখন চাকরি বলছে আপনি নেই। আপনি যখন বলেছেন চাকরি মানে সোনার হরিণ, অন্যদিকে চাকরি নিজেই বলছে আপনিই সেই সোনার হরিণ। আপনাকে খুঁজতে সরকারি ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিতে হয়।আপনিই সেই সোনার হরিণ যাকে খুঁজতে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো পত্রিকায় বিজ্ঞাপন দেয়, আলাদা বোর্ড গঠন করে।” –(রোড টু সাকসেস: সত্যজিৎ চক্রবর্তী)
ঠিক তাই! এই কথা গুলো উঠে এসেছে সত্যজিৎ চক্রবর্তীর “রোড টু সাকসেস” বই থেকে।
ক্যারিয়ার মোটিভেশন রিলেটেড বই নিয়ে আলোচনা করলে সবার আগে উঠে আসবে এই “রোড টু সাকসেস” বইয়ের নাম। সত্যজিৎ চক্রবর্তী স্যারের লেখা এই মাস্টারপিস বইটি হতে পারে আপনার জীবনের সেরা একটি কালেকশন
সবাই যখন বলে “Do or Die” তখন আমাদের এই বাংলদেশী মোটিভেটর সত্যজিৎ চক্রবর্তী একধাপ এগিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন “Do Before Die”. আপনার হতাশাগ্রস্ত জীবনকে হতাশ করে, ব্যর্থতাকে জয় করে সমৃদ্ধ ক্যারিয়ার গঠন করতে উৎসাহী করবে এই বইটি।
আপনার পঙ্গু হয়ে যাওয়া স্বপ্ন আবারো নতুনভাবে জেগে উঠবে। নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাবেন বইটি পড়ার পর। কি নেই এই বইয়ে! দেশে-বিদেশে তুমুল জনপ্রিয় হয়ে উঠা এই বইটি আপনার সাকসেসের রোড হয়ে উঠুক।
ফাউভ স্টার রেটিং পাওয়া এ বইটি আপনি রকমারি.কম এ সুলভ মূল্যে পেয়ে যাবেন।
২. মাইন্ডসেট by ক্যারল এস. ডিউইক
মাইন্ডসেট! এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আচ্ছা আপনি কি জানেন কিভাবে মাইন্ডসেট করতে হয়? কখনো কি ভেবেছেন একটি proper মাইন্ডসেটের অভাবেই আপনার জীবনে এত হতাশা। আমাদের সফলতা,ব্যর্থতা চিন্তাভাবনা এ সবকিছুই নির্ভর করে মাইন্ডসেটের উপরে। প্রতিটা মানুষ জন্মগতভাবেই আলাদা কিন্তু তার বেড়ে উঠার পরিবেশ, তার নিজস্ব মাইন্ডসেটে অনেক বেশি প্রভাব ফেলে। যার ফলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, ক্যারিয়ারে সফল হওয়ার চেয়ে ব্যর্থ হই বেশি।
জ্বী, হ্যাঁ।সফলতার প্রথম ধাপই হচ্ছে মাইন্ডসেট। আর এই মাইন্ডসেট বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ক্যারল এস. ডিইউক তার “মাইন্ডসেট” বইটিতে। তিনি মাইন্ডসেটকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটি হলো ফিক্সড মাইন্ডসেট এবং অন্যটি হলো গ্রোথ মাইন্ডসেট।
- আমাদের সমাজে ফিক্সড মাইন্ডসেটের মানুষের সংখ্যা বেশি। তারা বিশ্বাস করে তাদের যোগ্যতা সীমিত। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ এভাবে চিন্তা করে যে চেষ্টা ও পরিচর্যার মাধ্যমে যোগ্যতার উন্নতি সম্ভব।
- পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের প্রায় সবারই গ্রোথ মাইন্ডসেট। এই যেমন Walt Disney কে তার চিন্তাশক্তির অভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তিনি তার মাইন্ডসেট গ্রোথ করে কোথায় গিয়েছেন তা আমরা সবাই জানি।
- সাকসেস এবং ফেইলিউর মাইন্ডসেটে কতটা প্রভাব ফেলে তা খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে বইটিতে। ফিক্সড মাইন্ডসেটের মানুষ সাকসেসকে স্মার্টনেস মনে করে। ফলে তারা ব্যর্থ হলে খুব সহজেই হতাশ হয়ে যায়। ক্যারিয়ারে ব্যর্থ হলে তারা ভাবে আমি মনে হয় আনস্মার্ট। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ মনে করে সাকসেস মানে নতুন কিছু শেখা,নিজের জ্ঞানকে প্রসারিত করা।
- এছাড়াও কিভাবে আপনি স্টাডিতে মাইন্ডসেট করবেন, জব বা বিজনেসে মাইন্ডসেট করবেন, কিভাবে রিলেশনশিপ, প্যারেন্টিং এ মাইন্ডসেট করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।
আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো- এই বইটি হলো তার রোডম্যাপ।
বইটির যদিও বাংলা অনুবাদ available কিন্তু অরিজিনাল (ইংরেজি) ভাষায় পড়লে আরো ভালো বুঝতে পারবেন। মিলিয়ন কপি বিক্রি হওয়া এই বেস্টসেলার বইটি হতে পারে আপনার জীবনের সেরা একটি বই।
৩. টাইম ম্যানেজমেন্ট by ব্রায়ান ট্রেসি
আচ্ছা, বলুন তো, আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি অবহেলা করি কোন জিনিসকে?
হ্যাঁ,আপনি যা ভাবছেন তা-ই।
সময়!
ইচ্ছেকৃত,অনিচ্ছেকৃত কিংবা আলসেমি! যা-ই করেন না কেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে আমরা priority না দিয়ে অবহেলায় জীবন পার করে দিচ্ছি। তারপরও জীবন নিয়ে আমাদের এত অভিযোগ। ক্যারিয়ারে সফল না হওয়া,লেখাপড়ায় proper concentration না থাকা এসব কিছুর মূল হলো টাইম ম্যানেজমেন্ট করতে না পারা।
আর এই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কিভাবে জীবনের প্রতিটি পর্যায়ে সফলতা অর্জন করবেন তা নিয়ে চমৎকার একটি বই লিখেছেন কানাডিয়ান বেস্টসেলার লেখক “ব্রায়ান ট্রেসি”।
“টাইম ম্যানেজমেন্ট” নামে বইটিতে ব্রায়ান ট্রেসি আমাদের জীবনের ভুল গুলো নিয়ে ২১ টি গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন। আমাদের বোকামি, ভুল, আলসেমি, উদাসীনতা ইত্যাদির মধ্যে দিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিচ্ছি প্রতিটি পদক্ষেপে তার পেছনের কারণ গুলো নিয়ে বইটিতে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি ভুলের জীবনমুখী সমাধান তুলে ধরা হয়েছে যা আপনি কাজে কর্মে প্রয়োগ করে জীবনকে সাফল্যমন্ডিত করতে পারবেন এটা নিশ্চিত।
জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানোর উত্তম সময় হলো যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন তাদের জন্য। সময়ের সঠিক ব্যবস্থাপনা করে কিভাবে সাফল্যের দেখা পাবেন তারই কৌশল বর্ণনা করা হয়েছে বইটিতে। তেমনি কিছু কৌশল গুলো হচ্ছে:
- পরিকল্পনাকৃত কাজ লিখে রাখার অভ্যাস করা।
- সময়কে part by part ভাগ করে রাখা।
- strong point খুঁজে বেরা করা এবং সেই পরিকল্পনায় কাজ করা।
- কাজের জায়গা (যেমন: অফিস,টেবিল,বুকস শেল্ফ) সাজিয়ে রাখা।
- একইধরনের কাজগুলোকে একসাথে করার try করা।
- গুরুত্বপূর্ণ কাজ আগে করা এবং সিরিয়াল মেইনটেইন করা।
এছাড়াও আরো অনেক কৌশলের বিস্তারিত আলোচনা রয়েছে “টাইম ম্যানেজমেন্ট” বইটিতে। আপনার ক্যারিয়ারে সফলতা লাভের জন্য অবশ্যই বইটি পড়া উচিত।
৪. স্মার্ট ক্যারিয়ার by মো: সোহান হায়দার
ফ্রেশ গ্রেজুয়েট কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট! আপনি যে ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস তা বুঝা যায় বিশ্ববিদ্যালয় গুলোর লাইব্রেরি বা টেবিলে সাজিয়া রাখা চাকরির বই দেখে। প্রয়োজন স্মার্ট জব,স্মার্ট ক্যারিয়ারের। কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন,জব এপ্লিকেশন করবেন,কিভাবে ইন্টারভিউ ফেইস করবেন,স্যালারি নেগোসিয়েশন করবেন, কোন কোন স্কিল থাকা দরকার ইত্যাদি।
ক্যারিয়ার নিয়ে হতাশায় নিমজ্জিত এ জেনারেশনকে smart way তে মেন্টরিং করার জন্য মো: সোহান হায়দার ভাইয়া তার practical knowledge দিয়ে চমৎকার একটি বই লিখেছেন। “স্মার্ট ক্যারিয়ার” নামে বইটি হতে পারে আপনার ড্রিম ক্যারিয়ারের অন্যতম গাইডলাইন।
সোহান হায়দার ভাইয়া তার বইটিতে সবচেয়ে বেশি ফোকাস করেছেন গ্রোথ মাইন্ডসেট ডেভেলপমেন্টের উপর। এই মাইন্ডসেটের মানুষেরা তাদের দক্ষতা ও পরিশ্রমে বিশ্বাসী। বার বার ব্যর্থ হলেও কিভাবে চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্যমে, অনুপ্রাণিত হয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে সফল হবেন তার উপায় বলা হয়েছে।
এছাড়াও বইটিতে পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, সিভি রাইটিং, ইন্টারভিউ টিপস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইয়ের প্রায় প্রতিটি অধ্যায়ে বিভিন্ন চেকলিস্ট, ছক ও গ্রাফিক্স রয়েছে, যা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।
৫. এখান থেকে শুরু by খালিদ ফারহান
এখান থেকে শুরু!
জ্বী,আপনি চাইলে ঠিক এখান/এখন থেকেই শুরু করতে পারেন নিজের ভাগ্য পরিবর্তন। ক্যারিয়ারের হতাশাকে বুড়ো আঙুল দেখিয়ে স্মার্ট ক্যারিয়ার শুরু করতে পারেন “এখান থেকে শুরু” বইটির মাধ্যমে।
খালিদ ফারহান,যাকে বলা হয় বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং সাইটের সবচেয়ে বড় মেন্টর। যার বই মানেই বিনা দ্বিধায় বেস্টসেলার।
কি আছে তার বইটিতে??
ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গঠনের খুটিনাটি, এফিলিয়েটেড মার্কেটিং, ভিডিও প্রোডাকশন,পডকাস্টিং,ইনবাউন্ড মার্কেটিং, স্কিল ডেভেলপমেন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে।
আমরা আমাদের ক্যারিয়ার buildup এর সময় সঠিক জ্ঞানের অভাবে যে সব ভুল গুলো করি এবং সেই ভুল গুলোর solution এর way খুব সহজ ভাষায়, গল্পে গল্পে আলোচনা করা হয়েছে।
যারা নতুন বিজনেসে আছেন অথবা অনলাইনে ক্যারিয়ার গঠন করতে চান তাদের জন্য চমৎকার একটি বই এটি। অনলাইনে স্মার্টলি আয় করা এবং ডিজিটাল মার্কেটিং এ স্মার্ট ক্যারিয়ার গঠনের মাধ্যমে বেকারত্বকে bye bye বলুন বইটি পড়ার মাধ্যমে।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।
Great platform for streamlining AI tool discovery. As a psychologist, I appreciate how AI Reviews Assistant helps users avoid decision fatigue with curated, vetted options.