“দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে! যেটুকু আশা ছিল মনে হচ্ছে তার সবটুকুই নিমিষেই বিলীন হয়ে গেলো।বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। সেই শক্তি ও সাহস কোনোটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু আবারো ঘুরে দাঁড়ানো কি সম্ভব?”
ঠিক এমন critical situation এ যখন আপনি দাঁড়িয়ে আছেন, “সার্চ আইটি” আপনার জন্য নিয়ে এলো সেরা ৪ টি আত্মউন্নয়নমূলক বা মোটিভেশনাল বই। যে বইগুলো পড়লে আপনি মানসিক হীনমন্যতা, বদঅভ্যাস ত্যাগ করে সুন্দর ও সুস্থ জীবন গঠন করে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এই বইগুলো আপনার চলাফেরা,আচার-আচরণের উন্নতি সাধন করবে। গতানুগতিক বই পড়ার মাধ্যমে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানলেও, শুধুমাত্র আত্মউন্নয়নমূলক বইয়ের মাধ্যমে নিজের মনের গভীর জানা যায়,নিজেকে সুস্থ রাখা যায়।
চলুন দেরি না করে বইগুলোর সাথে পরিচিত হই। সেই সাথে like, comment, share & subscribe করে “সার্চ আইটি” এর সাথে থাকুন। আপনার মূল্যবান কমেন্ট বা ফিডব্যাক আমাদের জন্য অনুপ্রেরণা।
১. দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল by স্টিফেন আর. কোভি
বাংলা অনুবাদ: জীবন গঠনে সাত অভ্যাস
অনুবাদক: কালীপ্রসন্ন দাস
প্রকাশন: উৎস প্রকাশন
কথায় আছে “মানুষ অভ্যাসের দাস”। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের বিশেষ অভ্যাস বা ব্যবহার পরিবর্তন করি না বা করতে চাই না। এদের মধ্যে কিছু বদভ্যাস আছে যেমন: অতিরিক্ত ফেসবুকিং করা,রাত জাগা,বাইরের খাবার বেশি খাওয়া ইত্যাদি। এই বদভ্যাস গুলো আমাদের জীবনে অনেক বাজে প্রভাব ফেলে যা আমরা প্রথমে বুঝতে পারি না। এগুলো কাটিয়ে উঠবার জন্য “সার্চ বাংলা” নিয়ে এলো স্টিফেন আর. কোভি-এর দারুন একটি বই “দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেকটিভ পিপল”
প্রায় ২০০ বছরের মানুষের জীবন পর্যালোচনা করে লেখা এই বইটি হবে আপনার বদভ্যাস কাটিয়ে তুলবার এক অনন্য হাতিয়ার। চলুন জেনে নেয়া যাক বইটিতে কি কি আছে।
- বইটিতে ২ ধরণের অভ্যাসের কথা বলা হয়েছে: সফলতার অভ্যাস এবং ব্যর্থতার অভ্যাস। সফলতার অভ্যাস,যেমন: নিয়মিত work out করা,time maintain করে কাজ করা,অন্যকে respect দেয়া ইত্যাদি। আর ব্যর্থতার অভ্যাস, যেমন: অলস সময় পার করা,নেগেটিভ চিন্তা করা,অজুহাত দেখানো ইত্যাদি।
- আমাদের এই অভ্যাসগুলো চিরস্থায়ী নয়। আমরা আমাদের অভ্যাস এর চেয়েও শক্তিশালী। আমরা চাইলেই বদলাতে পারি। ব্যর্থতার অভ্যাস পরিবর্তন করে সফলতার অভ্যাসে পরিণত করতে পারি। এই বইটি আপনার অভ্যাস বদলাতে সহায়তা করবে।
- বইটিতে ৭ টি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলা হয়েছে।
প্রথম অভ্যাস: আমাদের অবশ্যই productive হতে হবে। নিজের ability এর উপর নির্ভর করে কাজ করতে হবে। নিজে নিজে সিদ্ধান্ত নেয়া শিখতে হবে এবং অন্যের মতামতের জন্য অপেক্ষা করা যাবে না।
দ্বিতীয় অভ্যাস: আমাদের জীবনের লক্ষ্য নির্ণয় করা শিখতে হবে। এই অভ্যাস আপনাকে নিজের জীবনের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলবে এনং আপনাকে disciplined lifestyle এ অভ্যস্ত করবে।
তৃতীয় অভ্যাস: জীবনের লক্ষ্য অনুসারে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কাজটি জরুরি সেটা আগে করা উচিত। এ অভ্যাস আপনাকে নিজের জীবনের manager হিসেবে গড়ে তুলবে।
চতুর্থ অভ্যাস: পজেটিভ মনমানসিকতা তৈরি করতে হবে। সবাই যাতে জিততে পারে এমন দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এই অভ্যাস আপনাকে নেতৃত্ব প্রদানের যোগ্য করে গড়ে তুলবে।
পঞ্চম অভ্যাস: অন্যকে বোঝার মনোভাব তৈরি করতে হবে। আগ্রহ নিয়ে অন্যকে শুনার চেষ্টা করা। তারপর নিজেকে বোঝানোর জন্য সাহস নিয়ে নিজেই নিজেকে counseling করা। অপরজনের কথা মন দিয়ে শোনা, এবং তার পরিকল্পনা সম্পর্কে জানা, তারপরে উত্তর দেওয়া।
ষষ্ঠ অভ্যাস: জীবনে বড় লক্ষ্য অর্জনের জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করার মনোভাব রাখতে হবে। এ পৃথিবীর যত সফল মানুষ আছেন তারা সবাই তাদের থেকে স্মার্ট ও বুদ্ধিমান মানুষদের সাথে আলোচনা করতেন। যাতে কাজটি তারা আরো সফলভাবে করতে পারেন। পাশাপাশি যাতে জ্ঞান অর্জনও করতে পারেন। এমনকি ইলন মাস্কও তার কাজের জন্য অনেক বুদ্ধিমান ও দক্ষ লোকদের নিয়ে টিম বানাতেন।যাতে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারেন।
সপ্তম অভ্যাস: নিয়মিত ভালো অভ্যাস গুলো practice করে নিজেকে রিচার্জ করুন।কোন কাজে সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ হলো সে বিষয়ে জ্ঞান অর্জন করা। তথ্য প্রযুক্তির এই যুগে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে।সফল ব্যাক্তিরা নিয়মিত বই পড়ে জ্ঞান অর্জন করতেন। সফল ব্যক্তি ইলন মাস্কও কোনো কিছু শেখার প্রয়োজনে প্রচুর বই পড়তেন।আমাদের নিজেদেরকেও জ্ঞানার্জন করার অভ্যাস তৈরি করতে হবে।
আমরা প্রত্যেকেই সফল হতে চাই।কিন্তু কিভাবে সফল হবো তার perfect way খোঁজে পাই না। এই বইটি পড়ার মাধ্যমে আপনার সফলতার দ্বার উন্মুক্ত হোক।
২. ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ by ডেল কার্নেগি
অনুবাদ : ফারহানা সুলতানা
প্রকাশক: শিকড়
“সেল্ফ ডেভেলপমেন্ট বা মেডিটেশন” এই টার্মটা মোটামুটি আমরা সবাই বুঝি।কিন্তু proper way তে কিভাবে সেল্ফ ডেভেলপমেন্ট করবো তার গাইডলাইন বেশিরভাগ মানুষেরই অজানা। এ নিয়ে যখনই কোনো বইয়ের খোঁজ করি তাহলে তো মাস্টারপিস লেখক ডেল কার্নেগির বই “ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ” এর কথা চলেই আসে। সারাবিশ্বে প্রায় মিলিয়ন কপি বিক্রি হওয়া বেস্টসেলার বইটি হতে পারে আপনার সেল্ফ ডেভেলপমেন্টের উত্তম সঙ্গী।
মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীবের ব্যক্তিত্বও হওয়া চাই সেরা। কিন্তু আমরা সর্বদা পিছিয়ে যাই,বিফল হই মূলত ব্যক্তিত্বের সেরাটা দিতে না পেরে। প্রতিনিয়ত পরাজিত হই সেল্ফ ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব বিকাশের অভাবে। আমাদের সফলতা,ব্যর্থতা সবকিছুই নির্ভর করে আমাদের ব্যক্তিত্বের উপর। আর এই ব্যক্তিত্ব বিকাশ ও সফলতার সহজ পথটি দেখিয়েছেন ডেল কার্নেগি তার বইতে। চলুন আলোচনা করা যাক বইটি পড়ে আমরা কি কি শিখতে পারবো:
- ব্যক্তিত্ব বিকাশের গুরুত্ব:
আমাদের সফলতা এবং ব্যর্থতা সবই আমাদের ব্যক্তিত্বের সাথে গভীরভাবে সম্পর্কিত। নির্ধারিত লক্ষ্যে পৌছাতে এবং সকল প্রতিবন্ধকতা এড়াতে ব্যক্তিত্ব বিকাশের বিকল্প নেই।
- আত্ম-উপলব্ধি করতে পারা:
কার্নেগি তার পাঠকদের আত্ম-উপলদ্ধি করতে পারার ক্ষমতাকে উৎসাহিত করেছেন। নিজের শক্তি,সামর্থ্য, দুর্বলতা এবং নিজের লক্ষ্য সচেতন হওয়ার উপর গুরুত্বারূপ করেছেন। কারণ, স্ব-মূল্যায়নই উন্নতির ভিত্তি।
- জীবনের লক্ষ্য নির্ধারণ করা:
সফলতার অন্যতম চাবিকাঠি হলো proper goal set করা। আর এটি সম্ভব শুধুমাত্র ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে।কারণ, ব্যক্তিগত উন্নয়ন সফলতার রোডম্যাপ তৈরি করে। আর এই বইটি পড়ার মাধ্যমে আপনি কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন তার দিকনির্দেশনা দেয়া হয়েছে।
- কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং:
কার্নেগি তার বইতে Effective Communication & Networking এর উপর বিশেষ গুরুত্ব দেন। কারণ, এটি আপনার self growth কে আরো advance করার পাশাপাশি positive relationship বৃদ্ধি করবে।
- আত্মবিশ্বাস তৈরি করা:
আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি। আর এই আত্মবিশ্বাসের অভাবেই অধিকাংশ মানুষের ability থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে পারে না। এই বইটি আপনাকে আত্মবিশ্বাস তৈরি করতে এবং সংশয় দূর করে সফল হওয়ার অনুপ্রেরণা দিবে।
- সমালোচনাকে positively accept করা:
গঠনমূলক সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করতে শিখুন। কার্নেগি সমালোচনাকে ব্যক্তিত্ব বিকাশের সুযোগে পরিণত করার বিষয়ে পাঠকদের গাইড করেছেন তার বইটিতে।
- ইতিবাচক মনোভাব তৈরি করা:
সিচুয়েশনে যতই কঠিন হোক না কেন অবশ্যই ইতিবাচক মনোভাব বা positive mindset বজায় রাখুন। কারণ ইতিবাচক মনোভাব সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়।
- Leadership Quality বিকাশ করা:
Leadership quality বা নেতৃত্বের গুণাবলী ব্যক্তিত্ব বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ,leadership quality এর মাধ্যমেই আপনার ব্যক্তিত্ব খুব সহজেই বিকশিত হবে। আপনার চৌকস দক্ষতা, team management quality, responsibility ইত্যাদি আপনার ব্যক্তিত্ব বিকাশে অনেক প্রভাব ফেলে। যার মাধ্যমে আপনি সহজেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেন।
বইটি শুধুমাত্র পড়ার জন্য নয়; বরং আপনার আজীবন সঙ্গী হিসেবে সংগ্রহশালায় হতে পারে এক অমূল্য রত্ন।
৩. থিংক এন্ড গ্রো রিচ by নেপোলিয়ন হিল
অনুবাদক: ফজলে রাব্বি
প্রকাশক: সাফল্য প্রকাশনী
আচ্ছা, বলুন তো,সারাবিশ্বে এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত আত্মউন্নয়নমূলক বই কোনটি??
উমম্! আমিই বলে দিচ্ছি।
নেপোলিয়ন হিলের “থিংক এন্ড গ্রো রিচ”।
পৃথিবীর সেরা ১০ টি আত্মউন্নয়নমূলক বইয়ের লিস্ট করা হলে এ বইটি থাকবে সবার শীর্ষে।
১ মিলিয়ন,২ মিলিয়ন নয়! ১৫০ মিলিয়ন হার্ড কপি সহ টোটাল ৩০০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে বইটি। দীর্ঘ ৮৫ বছর ধরে “থিংক এন্ড গ্রো রিচ” বইটি রাজত্ব করছে।
বইয়ের নাম দেখে কি মনে হয়? কিভাবে ধনী হওয়া যায়? ব্যাপারটা আসলে ওরকম না। দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকার ৫০০ ধনী ব্যক্তির জীবনের উপর গবেষণা করে বইটি লিখেছেন নেপোলিয়ন হিল। এই ধনী ব্যক্তিদের ধনী হওয়ার রহস্য কি তা নিয়েই যত গবেষণা। তাছাড়াও পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের জীবনের উপর গবেষণা করে বইটি লেখা হয়েছে। গবেষণাকৃত বিখ্যাত ব্যক্তি কারা জানেন? জেনে অবাক হবেন নিশ্চয়!
টমাস আলভা এডিসন,আব্রাহাম লিংকন,হেনরি ফোর্ড,এন্ড্রু কার্নেগি ইত্যাদি। নেপোলিয়ন হিল বইটি লেখার আগে তাদের প্রত্যেকের ব্যক্তিগত সাক্ষাৎকার নিয়েছেন। এবার তাহলে বুঝেন বইটির জনপ্রিয়তা কতো শীর্ষে। তারা প্রত্যেকেই “থিংক এন্ড গ্রো রিচ” বইটির recommend করেছেন খুব জোরালো ভাবেই।
নেপোলিয়ন হিল মারা গেছেন সেই কবেই। তবে এত বছর পরেও কেন তার বইটির জনপ্রিয়তা কেউ টপকাতে পারে নি? কি আছে বইটিতে? আত্মউন্নয়নমূলক বইয়ের গুরু মানা হয় “থিংক এন্ড গ্রো রিচ” বইকে। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক বইটি সম্পর্কে:
- নেপোলিয়ন হিল তার বইটিতে সফল হওয়ার জন্য প্রচন্ড ইচ্ছাশক্তি ও আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। তিনি পরামর্শ দেন যে সফলতার প্রথম পদক্ষেপ হলো একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা ও ডেডিকেটেড থাকা।
- হিল নিজের এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাসের শক্তি নিয়ে আলোচনা করেছেন।নিজের লক্ষ্য অর্জনের সম্ভাবনায় বিশ্বাস করা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সাফল্যের জন্য একজন ব্যক্তি তার নিজের strong & weak point সম্পর্কে জানা জরুরি। হিল বিশ্বাস করেন যে সফলতা লাভ করার জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ।
- নেপোলিয়ন হিল তার পাঠকদের বলেছেন, কল্পনাশক্তিকে কাজে লাগাতে। তাদের জীবনের লক্ষ্যগুলি কল্পনা করতে এবং সেগুলি অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করতে বলেছেন।তিনি পরামর্শ দেন যে ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য কল্পনা একটি শক্তিশালী হাতিয়ার।
- তিনি দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার এবং কঠোরভাবে লেগে থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন। কারণ,সিদ্ধান্তহীনতার কারণে সঠিক সময়ে সফলতা আসতে বাধাগ্রস্ত হয়।
- হিলের মতে, অধ্যবসায় হলো বাধা অতিক্রম করার এবং সাফল্য অর্জনের চাবিকাঠি। তিনি পাঠকদের সাজেশন দিয়েছেন, তাদের জীবনের স্বপ্ন এবং লক্ষ্যগুলি অনুসরণ করার। সে জন্য নিরলস অধ্যবসায়, proper mindset ও সংকল্পবদ্ধ থাকতে উৎসাহিত করেছেন।
- তিনি বিশেষভাবে subconscious mind বা অবচেতন মনের শক্তির উপর গুরুত্বারূপ করেছেন। কারণ, প্রতিটি মানুষের বিশ্বাস, অভ্যাস এবং কার্যকলাপ অবচেতন মনের শক্তিকে অন্বেষণ করে। তিনি সাফল্যের জন্য অবচেতন মনকে কিভাবে active রাখবেন তার কৌশলগুলির পরামর্শ দেন। তিনি ইতিবাচক মানসিক মনোভাব বজায় রাখার এবং নেতিবাচক প্রভাব এড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।
- বইটির শেষে,নেপোলিয়ন হিল সফল ব্যক্তিদের জীবনের গল্প আলোচনা করেন এবং কিভাবে তারা সফল হয়েছেন তা তুলে ধরেন।
“থিংক এন্ড গ্রো রিচ” অত্যন্ত মূল্যবান একটি বই যা আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে। এটি এমন একটি বই যা না পড়লে সারাজীবন আফসোস থেকে যাবে। মাস্টারপিস এই বইটি আপনার সংগ্রহশালার পূর্ণতা দান করুক। তাই দেরি না করে বইটি পড়ার জন্য শুভকামনা রইল।
৪. অ্যাটমিক হ্যাবিটস: টাইনি চেঞ্জেস,রিমার্কেবল রেজাল্টস by জেমস্ ক্লিয়ার
বাংলা অনুবাদক: মিঞা শোভন
প্রকাশক: পেন্ডুলাম পাবলিশার্স
Now guys,আমি এখন super excited!
কারণ,এখন যে বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা আপনার অভ্যাস এবং জীবন সম্পর্কে চিন্তাভাবনাকে আরো গর্জিয়াস করবে।
Yes! New York Best Seller Book: “Atomic Habits by James Clear” যা এখন পর্যন্ত বিক্রি হয়েছে ১৫০ মিলিয়নেরও বেশি।
Okay,Fine. Let’s imagine a picture.
আপনার অনেক বড় স্বপ্ন আছে যা আপনাকে সকালে বিছানা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করে। উমম্..
কিন্তু এখানে চ্যালেঞ্জ চলে আসে। আপনি কীভাবে সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করবেন? ঠিক সেই মুহূর্তে স্মরণ করুন জেমস্ ক্লিয়ারের “Atomic Habits” বইটি। যা ধাপে ধাপে অভ্যাস গড়ে তোলার প্রক্রিয়ার মাধ্যমে একটি proper guideline দিয়ে আপনার স্বপ্ন বা লক্ষ্যগুলো পূরণ করতে সাহায্য করবে।
First of all, চলেন একটি Myth ভেঙে দেই যে বিশাল ফলাফল দেখতে আপনার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন। একদমই নাহ-আহ! আপনার ছোট ছোট changes গুলো জীবনের বিশাল পরিবর্তন আনতে বাধ্য করবে। আর এই বিষয়টিই জেমস ক্লিয়ার তার Atomic Habits বইটিতে খুব গুছিয়ে তুলে ধরেছেন।
ছোট ছোট অভ্যাস, হোক সেটা পুকুরে নুড়ি ফেলার মতো ক্ষুদ্র। আপনি এখন যে অভ্যাস গড়ে তুলছেন তা আপনার জীবন জুড়ে পরিবর্তনের ঢেউ প্রেরণ করতে থাকবে। যা একটা সময় পরিবর্তনের বড় ঢেউ তৈরি করবে।
Main point সম্পর্কে কথা বলা যাক – কীভাবে সেই অভ্যাসগুলিকে আঠার মতো আটকে রাখা যায়। এজন্য আপনাকে এখন জানতে হবে আচার-আচরণ পরিবর্তনের 4টি law। এগুলো হলো গোপন অস্ত্রের মতো যা আপনার অভ্যাস গঠনে সাহায্য করবে।
Spoiler Alert: Cue,Craving, Response and Reward
অপেক্ষা করুন, আরো আছে! জেমস্ ক্লিয়ার কেবল আপনাকে কী করতে হবে তা বলার মধ্যেই থামেন নি – তিনি আপনাকে কীভাবে এটি করতে হবে তা দেখিয়েছেন তার বইটিতে। তিনি practical strategy এবং real life example দিয়ে অভ্যাস গঠনের way কে Pie(পাই) এর মতো সহজ করে তোলেন। আপনি শিখবেন কীভাবে আপনার life environment কে control করতে হয় এবং কিভাবে অভ্যাসগুলিকে ধরে রাখতে হয়।
কিন্তু guys, Atomic habits গড়ে তোলা সবসময় easy process নয়। সেখানে স্লিপ-আপ, বিপত্তি এবং দিনগুলি এমন থাকবে যখন Netflix আপনাকে জোরে জোরে ডাকবে সিরিজ দেখার জন্য। আলসেমিতে distracted হওয়াটাই নরমাল। কিন্তু ভয় পাবেন না,কারণ জেমস ক্লিয়ার তার বইটিতে ব্যর্থতা থেকে ফিরে আসার জন্য একটি সম্পূর্ণ অধ্যায় উৎসর্গ করেছেন। আর সেই অধ্যায়টি আপনার সব limitations কে accept করে এবং আপনার দৃষ্টিভঙ্গির প্রতি loyal থাকার বিষয়কে গুরত্ব দিয়েছে।
So, আপনি যদি আলসেমিকে লাথি দিয়ে এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে প্রস্তুত হন, “Atomic Habits” হবে আপনার প্লেবুক। বিশ্বাস করুন, এই বইটি শুধু পড়ার চেয়েও বেশি। বইটি আপনার নিজের সেরা ভার্সন গড়ে তোলার জন্য একটি life changer রোডম্যাপ হয়ে থাকবে।
Overall, আত্মউন্নয়নমূলক বই অন্য সব বইয়ের ক্যাটাগরি থেকে সম্পূর্ণ আলাদা। এই বইগুলো আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে,নিজেকে explore করতে opportunity দিবে এবং নিজেকে চিনতে শেখাবে। তাই দেরি না করে বইগুলো আপনার সংগ্রহে রেখে দ্রুত পড়া উচিত। আপনাদের সুবিধার্থে বলে রাখছি,এই সবগুলো বই রকমারি.কমে খুব সহজেই সুলভ মূল্যে পেয়ে যাবেন।
ঠিক এমনি life changer books review নিয়ে “সার্চ আইটি” আবারো আসবে next video তে। ততক্ষণ পর্যন্ত সার্চ বাংলার সাথেই থাকুন।
আল্লাহ্ হাফেজ।